গ্যালাক্সি এস ৬–এর বাজিমাত

মাত্র তিন সপ্তাহে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন গ্যালাক্সি এস ৬–এর বিক্রি ৬০ লাখ ছাড়িয়েছে। ১০ এপ্রিল নতুন এই স্মার্টফোন বাজারে আনার পর ৩০ এপ্রিল পর্যন্ত ৬০ লাখ স্মার্টফোন বিক্রি করে শুরুতেই বাজিমাত করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ২০১৪ সালের বাজারে আনা গ্যালাক্সি এস ৫ এর তুলনায় এক মাসেরও কম সময়ে গ্যালাক্সি এস ৬ ও এস৬ এজ বিক্রি বেশি হয়েছে। অ্যাপলের আইফোন এস ৬ বাজারে আসার পরে বিশ্বজুড়ে স্মার্টফোন বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন মডেলও গ্যালাক্সি এস৬।

গত বছরে গ্যালাক্সি এস ৫ স্মার্টফোন বিক্রি আশানুরূপ না হওয়ায় স্যামসাংয়ের মুনাফা আশানুরূপ হয়নি। এবারে এস ৬ বিক্রি ভালো হওয়ায় বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হিসেবে আরও এগিয়ে যাবে স্যামসাং। এস ৬ স্মার্টফোন বিক্রি যেমন ভালো হয়েছে তেমনি সমালোচকদেরও সন্তুষ্ট করতে পেরেছে। বাজার গবেষকেরা ইতিবাচক কথা বললেও স্যামসাং এখনো কিন্তু এস ৬ বিক্রির কোনো তথ্য জানায়নি। যদিও স্যামসাংয়ের কর্মকর্তারা বলছেন, এস ৬ বাজারে ছাড়ার হিসেব ধরলে তা কোম্পানির জন্য নতুন রেকর্ড হবে।

এপ্রিল মাসে যদিও এস ৬ মডেলটির বিক্রি বেশি হয়েছে তারপরও বাজার বিশ্লেষকেরা বলছেন, স্যামসাং ঠিকমতো সরবরাহ করতে পারলে এস ৬ এজ মডেলটির বিক্রিও বেশি হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমান প্রান্তিকে এস৬ এজের সরবরাহ সমস্যা দূর হচ্ছে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। কাউন্টারপয়েন্টের গবেষণা পরিচালক পিটার রিচার্ডসন এক বিবৃতিতে বলেছেন, স্যামসাং যদি উৎপাদন সমস্যার সমাধান করতে পারে তবে অ্যাপলের আইফোন ৬ সিরিজকে বিক্রির দিক থেকে পেছনে ফেলবে এস৬ সিরিজ। কাউন্টারপয়েন্টের গবেষকেরা বলছেন, এ বছরের শেষ নাগাদ পাঁচ কোটি ইউনিট গ্যালাক্সি এস ৬ বিক্রি করতে পারবে স্যামসাং যা এক বছরে তাদের স্মার্টফোন বিক্রির রেকর্ড ছাড়িয়ে যাবে। এর আগে এক বছরে সাড়ে চার কোটি গ্যালাক্সি এস ৪ বিক্রি করেছিল স্যামসাং।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর