এবার পারবে টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের খরা কাটানোর সুযোগ টাইগারদের সামনে। এর আগে দুই দলের মধ্যকার চারটি টি-টোয়েন্টি ম্যাচে একতরফা জয় পায় নিউজিল‌্যান্ড। অতীত ভুলে আগামীকাল নতুনভাবে ইতিহাস গড়ার সুযোগ সাকিব-তামিমদের সামনে। সেই সাথে সুযোগ নতুন বছর দারুণ শুরুর।

ওয়ানডে সিরিজে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। ওই হারের ক্ষতে প্রলেপ দিতে হলে টি-টোয়েন্টি ম্যাচে জয় একান্তই প্রয়োজন টাইগারদের।

ক্রিকেটারদের মানসিকতা চাঙ্গা করতে সোমবার অনুশীলনে টাইগারদের উৎসাহিত করেছেন দলের প্রধান কোচ হাথুরুসিংহে, অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নিউজিল্যান্ড-বাংলাদেশ মধ্যকার আগের চার ম্যাচের সংক্ষিপ্ত ফলাফল

৩ ফেব্রুয়ারী ২০১০

বাংলাদেশ: ১৭.৩ ওভারে ৭৮/১০ (রকিবুল ১৮; ভ্যাট্টোরি ৩/৬)।

নিউজিল্যান্ড: ৮.২ ওভারে ৭৯/০ (ম্যাককালাম ৫৬, ইনগ্রাম ২০)।

ফল: নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী।

২১ সেপ্টেম্বর ২০১২

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯১/৩ (ম্যাককালাম ১২৩; রাজ্জাক ২/২৮)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩২/৮ (নাসির ৫০; টিম সাউদি ৩/১৬, মিলস ৩/৩৩)।

ফল: নিউজিল্যান্ড ৫৯ রানে জয়ী।

৬ নভেম্বর ২০১৩

নিউজিল্যান্ড: ২০ ওভারে ২০৪/৫ (মুনরো ৭৩, অ্যাটন ডেভিস ৫৯; আল-আমিন ২/৩১)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৯ (মুশফিক ৫০, মাহমুদুল্লাহ ৩৪; টিম সাউদি ৩/৩৮)।

ফল: নিউজিল্যান্ড ১৫ রানে জয়ী।

২৬ মার্চ ২০১৬

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৪৫/৮ (উইলিয়ামসন ৪২, মুনরো ৩৫; মুস্তাফিজ ৫/২২)।

বাংলাদেশ: ১৫.৪ ওভারে ৭০/১০ (শুভাগত ১৬; ইলিয়ট ৩/১২, ইস সাউদি ৩/২১)।

ফল: নিউজিল্যান্ড ৭৫ রানে জয়ী।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর