আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

হাওর বার্তা ডেস্কঃ বরিশালের মুলাদী উপজেলায় যুব সমাজের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রামীণ নৌকাবাইচ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিন ব্যাপী পৌর শহরের পশ্চিম তেরচর মীরকুতুবশাহ লঞ্চঘাট এলাকায় হা-ডু-ডু, রশি টানাটানি, দাড়িয়াবান্দা, হাড়িভাঙ্গা, তৈলাক্ত কলাগাছে ওঠা, পিঠা উৎসব, পানির ওপরে বালিস খেলা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ।

নৌকা বাইচ দেখার জন্য আড়িয়াল খাঁ নদীর দুই তীরে বিভিন্ন বয়সের হাজারও নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমায়। বিকেলে শুরু হয় নৌকা বাইচ।

প্রতিযোগিতায় সবাইকে পিছে ফেলে নাজিরপুর অন্বেষা পাঠাগারের লাল দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, মুলাদী থানা পুলিশের ওসি মো. মতিউর রহমান প্রমুখ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর